সবচেয়ে দামী ভ্যাকসিন Sputnik V, জানেন কি কত দাম ভারতে?


ভারতে শুরু হল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি-র (Sputnik V) টিকাকরণ।রাশিয়ার ভ্যাকসিনের দাম ৯৯৫ টাকা ৪০ পয়সা।

হাইলাইটস

আগামী সপ্তাহের মধ্যেই মিলবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V)

রাশিয়ার টিকা ঘিরে দেশবাসীর একাংশের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে

শুক্রবার ডা. রেড্ডিস ল্যাবরেটরির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল স্পুটনিক ভি-র দাম


 করোনার ভাইরাস থেকে বাঁচতে ভরসা ভ্যাকসিনে। বৃহস্পতিবার ভারতের হাতে এসেছে আরও এক করোনা ভাইরাস টিকা। কিছুদিনের মধ্যেই মিলবে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V)। রাশিয়ার এই টিকা ঘিরে দেশবাসীর একাংশের মধ্যে আগ্রহ দেখা গিয়েছে। এই প্রেক্ষিতে স্পুটনিক ভি টিকা নিতে গেলে কত টাকা খরচ হতে পারে তা নিয়ে কৌতূহলের সীমা নেই দেশের নানা প্রান্তে । শুক্রবার ডা. রেড্ডিস ল্যাবরেটরির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল স্পুটনিক ভি-র দাম।


জানা যাচ্ছে, রাশিয়া থেকে আমদানি করা এই ভ্যাকসিনের দাম পড়বে ৯৯৫ টাকা ৪০ পয়সা। সেইসঙ্গে ৫ শতাংশ GST যোগ হবে টিকার দামের সঙ্গে। তবে দেশে এই টিকার উৎপাদন শুরু হলে দাম কমতে পারে। করোনা প্রতিরোধে ৯১.৬ শতাংশ কার্যকারিতা রয়েছে রুশ ভ্যাকসিনের। ফাইজার ও মডার্নার ভ্যাকসিনের পর স্পুটনিক ভি তৃতীয় ভ্যাকসিন, যার কার্যকারিতা বেশি।

Post a Comment

0 Comments