১.কতদিন পর্যন্ত প্রথম বা দ্বিতীয় করোনা ভাইরাস ডোজের জন্য অপেক্ষা করা যেতে পারে?
বর্তমান অবস্থায় পর্যাপ্ত পরিমাণে করোনা টিকার যোগান না থাকার অভাবে অনেকেই সেই প্রতিষেধক নিতে পারছেন না। প্রথম ডোজ তো দূরের কথা, অনেকে এখন দ্বিতীয় ডোজও পায়নি। ভ্যাকসিনের অভাবে স্লট বুক করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রচুর সমস্যা। সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, কতদিন পর্যন্ত প্রথম বা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করা যেতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে যদি কোনো বেক্তি করোনা আক্রান্ত হয়ে পড়েন, তা হলে ভ্যাকসিন শিডিউলের ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে।
২. করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে প্রথম ডোজ নেওয়ার কত দিন পর?
ভারতে এখনও পর্যন্ত ১৭.৭ কোটি জনগণকরোনা ভ্যাকসিন নিয়েছে, যা তৈরি করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট বা কোভ্যাক্সিন (তৈরি করেছে ভারত বায়োটেক লিমিটেড) নিয়েছেন। এঁদের মধ্যে এখনো অবদিয়ে দ্বিতীয় ডোজ নিতে পেরেছেন ৩.৯ কোটি সাধারণ মানুষ ।ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার প্রাথমিক অনুমতি অনুযায়ী কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে প্রথম ডোজ নেওয়ার ৪-৬ সপ্তাহ পর। অন্যদিকে কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। পরবর্তীকালে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধানে হেরফের করা হয়। সে ক্ষেত্রে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়া যাবে ৪-৮ সপ্তাহ পর এবং ৪-৬ সপ্তাহ পর নেওয়া যাবে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। এপ্রিল মাসে কেন্দ্র সরকারের তরফে জানানো হয় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজটি প্রথম ডোজ নেওয়ার ৬-৮ সপ্তাহ পর নেওয়া যেতে পারে।
৩. যদি কেউ ভ্যাকসিনের কোনও ডোজই পায়নি এবং এরই মাঝে করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন, সে ক্ষেত্রে তাঁদের কবে ভ্যাকসিন নেওয়া উচিত?
দ্য ইউএস সেন্টারস ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (CDC)-এর তরফ থেকে এ বিষয় একটি পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষেধক না-নেওয়া কোনও ব্যক্তি কোভিড পজিটিভ হওয়ার পর থেকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন।ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER)-এর তরফে ইমিউনোলজিস্ট ডঃ বিনীতা বল জানান, করোনা আক্রান্ত হয়ে সেড়ে ওঠার ফলে এই ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক উপায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তা বেশ কয়েক মাস পর্যন্ত শরীরে থেকে যায়। সে ক্ষেত্রে সেড়ে ওঠার পর ৬-৮ সপ্তাহ অপেক্ষা করা যেতে পারে। ভ্যাকসিন বিজ্ঞানী ডঃ গগনদীপ কাঙ্গ বলেন, ইউকে-র ডেটা থেকে প্রকাশ্যে এসেছে, সার্স কোভ-২ ভাইরাসের কারণে আক্রান্ত হওয়ার পর এটি শরীরে ৮০ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে পারে। এর ফলে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ। কারণ হু নানান ডেটা রিভিউ করে জানিয়েছিল যে, করোনা আক্রান্ত হওয়ার পর ৬ মাস পর্যন্ত ভ্যাকসিনের জন্য অপেক্ষা করা যেতে পারে। কারণ এই রোগের কারণে সৃষ্ট প্রাকৃতিক অ্যান্টিবডিগুলি শরীরে ততদিন পর্যন্ত থেকে যায়।
0 Comments